কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪১০৩
আন্তর্জাতিক নং: ৪১৫০
৪৩. রং্গীন কারুকার্য খচিত পর্দা ব্যবহার সম্পর্কে।
৪১০৩. ওয়াসেল ইবনে আব্দুল আলা (রাহঃ) .... ইবনে ফুযায়ল (রাহঃ) তাঁর পিতা থেকে এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ ঐ চাদরটি কারুকার্য খচিত ছিল।
باب فِي اتِّخَاذِ السُّتُورِ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الأَسَدِيُّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، بِهَذَا الْحَدِيثِ قَالَ وَكَانَ سِتْرًا مَوْشِيًّا .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪১০৩ | মুসলিম বাংলা