কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০৯৪
আন্তর্জাতিক নং: ৪১৪১
৪১. জুতা পরিধান সম্পর্কে।
৪০৯৪. নুফায়লী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা কাপড় পরবে এবং উযু করবে, তখন ডান দিক থেকে শুরু করবে।
باب فِي الاِنْتِعَالِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ " .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরা ও ওযু করার বেলায় শুরুটা করতে বলেছেন ডানদিক থেকে। ওযূ একটি মর্যাদাকর কাজ। এর দ্বারা শরীরের অপবিত্রতা দূর হয়। ফলে বান্দা কুরআন মাজীদ স্পর্শ করতে পারে, নামায পড়তে পারে ও তাওয়াফ করতে পারে। ওযূর দ্বারা শারীরিক পবিত্রতা অর্জনের পাশাপাশি রূহানী পবিত্রতাও অর্জিত হয়। কেননা এর দ্বারা গুনাহ মাফ হয়। গুনাহ রূহানী অপবিত্রতা। মোটকথা ওযু অত্যন্ত ফযীলতের একটি কাজ। তাই এ কাজ ভাবগাম্ভীর্য ও আদবের সঙ্গে করা বাঞ্ছনীয়। সেজন্যই ওযূর অঙ্গসমূহ ধোওয়ার সময় ডানদিককে প্রাধান্য দেওয়া চাই। যেমন হাত ধোওয়ার সময় ডান হাত আগে ধোওয়া ও পা ধোওয়ার সময় ডান পা আগে ধোওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলও এরকমই ছিল এবং তিনি আমাদেরকেও এরকমই করতে বলেছেন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. পোশাক পরিধানের সময় ডানদিক থেকে শুরু করা সুন্নত।

খ. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪০৯৪ | মুসলিম বাংলা