কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০৭৬
আন্তর্জাতিক নং: ৪১২২
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
৩৮. মৃত জানোয়ারের কাঁচা চামড়া সম্পর্কে।
৪০৭৬. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... মুআম্মার (রাহঃ) বলেনঃ যুহরী (রাহঃ) চামড়ার দাবাগত করতে অস্বীকার করেন এবং বলেন যে, তা দিয়ে সব ধরনের প্রয়োজন মিটানো যায়।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আওযাঈ, ইউনুস ও আকীল (রাহঃ) কর্তৃক বর্ণিত হাদিছে দাবাগতের কথা উল্লেখ করেননি। পক্ষান্তরে যুবায়দী, সাঈদ ইবনে আযীয এবং হাফস ইবনে ওয়ালীদ দাবাগতের কথা বলেছেন।
كتاب اللباس
باب فِي أُهُبِ الْمَيْتَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ قَالَ مَعْمَرٌ وَكَانَ الزُّهْرِيُّ يُنْكِرُ الدِّبَاغَ وَيَقُولُ يُسْتَمْتَعُ بِهِ عَلَى كُلِّ حَالٍ . قَالَ أَبُو دَاوُدَ لَمْ يَذْكُرِ الأَوْزَاعِيُّ وَيُونُسُ وَعُقَيْلٌ فِي حَدِيثِ الزُّهْرِيِّ الدِّبَاغَ وَذَكَرَهُ الزُّبَيْدِيُّ وَسَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ وَحَفْصُ بْنُ الْوَلِيدِ ذَكَرُوا الدِّبَاغَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: