কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০৩৭
আন্তর্জাতিক নং: ৪০৮১
২২. জড়িয়ে পেঁচিয়ে কাপড় পরা।
৪০৩৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একই কাপড়ে ‘সাম্মা’ ও ‘ইহতিবা’* থেকে নিষেধ করেছেন।

*‘সাম্মা’ বলা হয়- এমনভাবে চাদর গায়ে জড়ানকে, যাতে হাত চাদরের মধ্যে আব্দ্ধ থাকে। এতে হঠাৎ কাপড় খুলে গিয়ে সতর অনাবৃত হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
আর ‘ইহতিবা’ বলা হয়-একই কাপড়ে শরীর ঢেকে বসাকে। যাতে সতর উম্মুক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে খুবই বেশী। তাই নবী (ﷺ) এ দু’ভাবে বসতে নিষেধ করেছেন। - অনুবাদক
باب فِي لِبْسَةِ الصَّمَّاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ৪০৩৭ | মুসলিম বাংলা