আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৫১
১২২৩. ঋতুবতী মহিলা নামায ও রোযা উভয়ই ত্যাগ করবে
আবুয-যিনাদ (রাহঃ) বলেন, শরীআতের হুকুম-আহকাম অনেক সময় কিয়াসের বিপরীতও হয়ে থাকে। মুসলিমের জন্য এর অনুসরণ ছাড়া কোন উপায় নেই। এর একটি উদাহরণ হল যে, ঋতুবতী মহিলা রোযার কাযা করবে কিন্তু নামাযের কাযা করবে না।
আবুয-যিনাদ (রাহঃ) বলেন, শরীআতের হুকুম-আহকাম অনেক সময় কিয়াসের বিপরীতও হয়ে থাকে। মুসলিমের জন্য এর অনুসরণ ছাড়া কোন উপায় নেই। এর একটি উদাহরণ হল যে, ঋতুবতী মহিলা রোযার কাযা করবে কিন্তু নামাযের কাযা করবে না।
১৮২৭। ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ এ কথা কি ঠিক নয় যে, হায়য শুরু হলে মেয়েরা নামায আদায় করে না এবং রোযাও পালন করে না। এ হল তাদের দ্বীনেরই ত্রুটি।


বর্ণনাকারী: