কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৩. রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর
হাদীস নং: ৩৮৭১
আন্তর্জাতিক নং: ৩৯১১
২৪. পাখির দ্বারা শুভ-অশুভের ফাল নির্ধারণ সম্পর্কে।
৩৮৭১. মুহাম্মাদ ইবনে মুতাওয়াক্কিল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন রোগ ছোঁয়াচে নয়, কোন বস্তুতে শুভ-অশুভের কোন প্রভাব নেই, না সফর মাস অমঙ্গলের মাস এবং না কোন মৃতের খুলিতে পেঁচার প্রভাব আছে। তখন জনৈক আরাবী বলেনঃ যদি এরূপ অবস্থা হয়, তবে মরুভূমির উটদের ব্যাপার কি? যারা হরিণের মত সুস্থ হয়, পরে যখন তাদের সাথে কোন খোস-পাঁচড়া উট মিলিত হয়, তবে সবই ঐ রোগে আক্রান্ত হয়। নবী (ﷺ) বলেনঃ তবে প্রথম উটটি কিরূপে খোস-পাঁচড়া বিশিষ্ট হয়?
রাবী মুআম্মার(রাহঃ) বলেন, ইমাম যুহরী বলেছেনঃ আমার নিকট এক ব্যক্তি আবু হুরায়রা (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা করেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শোনেনঃ অসুস্থ উটকে সুস্থ উটের সাথে পানি পান করানোর জন্য আনা যাবে না। ঐ ব্যক্তি আবু হুরায়রা (রাযিঃ) এর কাছে গিয়ে বলেনঃ আপনি কি এ হাদীস আমাদের কাছে বর্ণনা করেন নি যে, নবী (ﷺ) বলেছেনঃ কোন রোগ ছোঁয়াচে নয়, সফর মাসে অমঙ্গলের মাস নয়, আর না মৃতের খুলিতে পেঁচার প্রভাব আছে? তিনি (আবু হুরায়রা) বলেনঃ আমি তো এরূপ হাদীস বর্ণনা করিনি।
ইমাম যুহরী (রাহঃ) বলেনঃ হাদিছটি আবু সালামা (রাযিঃ) হতে বর্ণিত। অথচ হাদীসটি আবু হুরায়রা (রাযিঃ) নিজেই বর্ণনা করেন, (কিন্তু পরে তিনি তা ভুলে যান)। রাবী বলেনঃ আমি এ হাদীস ছাড়া আর কোন হাদীস সম্পর্কে শুনিনি যে, আবু হুরায়রা (রাযিঃ) ভুলে গেছেন।
রাবী মুআম্মার(রাহঃ) বলেন, ইমাম যুহরী বলেছেনঃ আমার নিকট এক ব্যক্তি আবু হুরায়রা (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা করেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শোনেনঃ অসুস্থ উটকে সুস্থ উটের সাথে পানি পান করানোর জন্য আনা যাবে না। ঐ ব্যক্তি আবু হুরায়রা (রাযিঃ) এর কাছে গিয়ে বলেনঃ আপনি কি এ হাদীস আমাদের কাছে বর্ণনা করেন নি যে, নবী (ﷺ) বলেছেনঃ কোন রোগ ছোঁয়াচে নয়, সফর মাসে অমঙ্গলের মাস নয়, আর না মৃতের খুলিতে পেঁচার প্রভাব আছে? তিনি (আবু হুরায়রা) বলেনঃ আমি তো এরূপ হাদীস বর্ণনা করিনি।
ইমাম যুহরী (রাহঃ) বলেনঃ হাদিছটি আবু সালামা (রাযিঃ) হতে বর্ণিত। অথচ হাদীসটি আবু হুরায়রা (রাযিঃ) নিজেই বর্ণনা করেন, (কিন্তু পরে তিনি তা ভুলে যান)। রাবী বলেনঃ আমি এ হাদীস ছাড়া আর কোন হাদীস সম্পর্কে শুনিনি যে, আবু হুরায়রা (রাযিঃ) ভুলে গেছেন।
باب فِي الطِّيَرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ " . فَقَالَ أَعْرَابِيٌّ مَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيُخَالِطُهَا الْبَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا قَالَ " فَمَنْ أَعْدَى الأَوَّلَ " . قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فَحَدَّثَنِي رَجُلٌ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ " . قَالَ فَرَاجَعَهُ الرَّجُلُ فَقَالَ أَلَيْسَ قَدْ حَدَّثْتَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ " . قَالَ لَمْ أُحَدِّثْكُمُوهُ . قَالَ الزُّهْرِيُّ قَالَ أَبُو سَلَمَةَ قَدْ حَدَّثَ بِهِ وَمَا سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ نَسِيَ حَدِيثًا قَطُّ غَيْرَهُ .
