আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৪৫
১২১৭. রমযানের কয়েকদিন রোযা পালন করে যদি কেউ সফর আরম্ভ করে।
১৮২১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে প্রচন্ড গরমের দিনে আমরা নবী (ﷺ) এর সঙ্গে রওয়ানা হলাম। গরম এত প্রচন্ড ছিল যে, প্রত্যেকেই নিজ নিজ হাত মাথার উপরে তুলে ধরেছিলেন। এ সময় নবী (ﷺ) এবং ইবনে রাওয়াহা (রাযিঃ) ছাড়া আমাদের কেউই রোযাদার ছিল না।


বর্ণনাকারী: