আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৪২
১২১৬. সফরে রোযা পালন করা বা না করা।
১৮১৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, হামযা ইবনে আমর আসলামী (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ক্রমাগত রোযা পালন করছি।
