কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৩. রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর

হাদীস নং: ৩৮২০
আন্তর্জাতিক নং: ৩৮৬০
৪. শিংগা লাগাবার স্থান সম্পর্কে।
৩৮২০. মুসলিম ইবনে ইবরাহীম .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) তাঁর ঘাড়ে ও দুই কাঁধে তিনবার শিংগা লাগান। মা’মার (রাহঃ) বলেনঃ একবার আমি শিংগা লাগাই; ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এ সময় নামাযের মধ্যে সূরা ফাতিহা অন্যের সাহায্য নিয়ে পড়াতাম।
باب فِي مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ ثَلاَثًا فِي الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ . قَالَ مَعْمَرٌ احْتَجَمْتُ فَذَهَبَ عَقْلِي حَتَّى كُنْتُ أُلَقَّنُ فَاتِحَةَ الْكِتَابِ فِي صَلاَتِي . وَكَانَ احْتَجَمَ عَلَى هَامَتِهِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান