আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯৪০
১২১৫. রোযা পালনকারীর শিঙ্গা লাগানো বা বমি করা।
১৮১৬। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... সাবিত বুনানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ) কে প্রশ্ন করা হল, আপনারা কি রোযাদারের শিঙ্গা লাগানো অপছন্দ করতেন? তিনি বললেন, না, তবে দূর্বল হয়ে যাবার কারণে অপছন্দ করতাম। শাবাবা (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে (عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم) 'নবী (ﷺ) এর যুগে' কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন।
