আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং: ১৮১৫
আন্তর্জতিক নং: ১৯৩৯

পরিচ্ছেদঃ ১২১৫. রোযা পালনকারীর শিঙ্গা লাগানো বা বমি করা।

১৮১৫। আবু মা’মার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রোযাদার অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ১৮১৫ | মুসলিম বাংলা