কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩৮০৪
আন্তর্জাতিক নং: ৩৮৪৮
৫০২. রুমাল দিয়ে হাত পরিষ্কার করা।
৩৮০৪. নুফায়লী (রাহঃ) .... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তিন আঙ্গুল দিয়ে খাবার খেতেন এবং আঙ্গুল চাটার আগে রুমাল দিয়ে পরিষ্কার করতেন না।
باب فِي الْمِنْدِيلِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ وَلاَ يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا .
হাদীসের ব্যাখ্যা:
উলামায়ে কেরাম বলেন, তিনটি আঙ্গুল দিয়ে খাওয়া মুস্তাহাব। বিশেষ প্রয়োজন হলে চার বা পাঁচ আঙ্গুলে খাবে না। অবশ্য কোনও কোনও বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার আঙ্গুল দিয়েও কখনও কখনও খেয়েছেন। তবে তিনি দু'টি আঙ্গুল দিয়ে খেতেন না। এর কারণ কোনও কোনও বর্ণনায় পাওয়া যায় যে, দুই আঙ্গুল দিয়ে শয়তান খেয়ে থাকে।
উল্লেখ্য, খাবার শুকনো হলে তিন আঙ্গুল দিয়ে সহজে খাওয়া যায়। তরল বা নরম খাবার হলে তিন আঙ্গুল দিয়ে খাওয়া কঠিন। সে ক্ষেত্রে চার-পাঁচ আঙ্গুল ব্যবহার করতে হয়। কোনও কোনও বর্ণনায় পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দিয়েও খেয়েছেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ায় তিন আঙ্গুল ব্যবহার করা মুস্তাহাব। প্রয়োজনে বেশিও ব্যবহার করা যায়।
খ. খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব।
উল্লেখ্য, খাবার শুকনো হলে তিন আঙ্গুল দিয়ে সহজে খাওয়া যায়। তরল বা নরম খাবার হলে তিন আঙ্গুল দিয়ে খাওয়া কঠিন। সে ক্ষেত্রে চার-পাঁচ আঙ্গুল ব্যবহার করতে হয়। কোনও কোনও বর্ণনায় পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দিয়েও খেয়েছেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ায় তিন আঙ্গুল ব্যবহার করা মুস্তাহাব। প্রয়োজনে বেশিও ব্যবহার করা যায়।
খ. খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
