কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩৭৩৯
আন্তর্জাতিক নং: ৩৭৮১
৪৭২. গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৩৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) থেকে বর্ণিত। ইমাম আবু দাউদ (রাযিঃ) উপরিউক্ত সনদে আব্দুল্লাহ ইবনে মাস’উদ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) রানের গোশত অধিক পছন্দ করতেন।
রাবী বলেনঃ একবার রানের গোশত বিষ মিশিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা, ইয়াহুদীরা তাতে বিষ মিশিয়েছিল।
রাবী বলেনঃ একবার রানের গোশত বিষ মিশিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা, ইয়াহুদীরা তাতে বিষ মিশিয়েছিল।
باب فِي أَكْلِ اللَّحْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، بِهَذَا الإِسْنَادِ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الذِّرَاعُ . قَالَ وَسُمَّ فِي الذِّرَاعِ وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ هُمْ سَمُّوهُ .
