কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩৭২৮
আন্তর্জাতিক নং: ৩৭৭১
৪৬৮. হেলান দিয়ে খাওয়া।
৩৭২৮. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কোন কাজে প্রেরণ করেন। যখন আমি তাঁর কাছে ফিরে আসি, তখন আমি তাঁকে কাত হয়ে বসে খেজুর খেতে দেখি।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُصْعَبِ بْنِ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَجَعْتُ إِلَيْهِ فَوَجَدْتُهُ يَأْكُلُ تَمْرًا وَهُوَ مُقْعٍ .
হাদীসের ব্যাখ্যা:
الْمُقعِي শব্দটির উৎপত্তি إِقعَاءٌ থেকে। এর অর্থ এমনভাবে বসা, যাতে নিতম্ব মাটিতে থাকবে, দুই পায়ের নলা থাকবে খাড়া এবং দুই হাত দিয়ে নলা জড়িয়ে ধরা হবে। আরবীতে একে اِحْتِبَاءُ-ও বলা হয়। সাধারণত সেকালে গোলামেরা এভাবে বসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় এভাবে বসতেন। এরূপ বসার দ্বারা বিনয় প্রকাশ পায়, যেহেতু এ বসাটা গোলামদের বসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
