কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৭২৬
আন্তর্জাতিক নং: ৩৭৬৮
৪৬৭. খাওয়ার সময় বিসমিল্লাহ বলা।
৩৭২৬. মুআম্মাল ইবনে ফযল (রাহঃ) ..... মুছান্না ইবনে আব্দির রহমান খুযায়ী (রাহঃ) তাঁর চাচা উমাইয়্যা ইবনে মাখশী (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী ছিলেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বসা ছিলেন এবং এক ব্যক্তি খানা খাচ্ছিল, কিন্তু সে বিসমিল্লাহ বলেনি। অবশেষে খাবারের এক লোকমা যখন অবশিষ্ট ছিল, তখন তা খাবার সময় সে বলেঃ (অর্থ) আমি আল্লাহর নামে খাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এ সময় নবী (ﷺ) হেসে উঠে বলেনঃ শয়তান তার সাথে খাবার খাচ্ছিল; কিন্তু সে যখন আল্লাহর নাম নিল, তখন শয়তানের পেটে যে খাবার গিয়েছিল, তা সে বমি করে ফেলে দিল।
باب التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - حَدَّثَنَا جَابِرُ بْنُ صُبْحٍ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْخُزَاعِيُّ، عَنْ عَمِّهِ، أُمَيَّةَ بْنِ مَخْشِيٍّ - وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا وَرَجُلٌ يَأْكُلُ فَلَمْ يُسَمِّ حَتَّى لَمْ يَبْقَ مِنْ طَعَامِهِ إِلاَّ لُقْمَةٌ فَلَمَّا رَفَعَهَا إِلَى فِيهِ قَالَ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " مَا زَالَ الشَّيْطَانُ يَأْكُلُ مَعَهُ فَلَمَّا ذَكَرَ اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ اسْتَقَاءَ مَا فِي بَطْنِهِ " .

হাদীসের ব্যাখ্যা:

হাদীছটির বক্তব্যের সারকথা হল, কোনও এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার খাচ্ছিলেন। তাঁর বিসমিল্লাহ বলতে মনে ছিল না। খাবার প্রায় শেষই হয়ে যাচ্ছিল। মাত্র একটা লোকমা অবশিষ্ট ছিল। এ অবস্থায় তাঁর বিসমিল্লাহ বলার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন - بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তিনি কেন হাসলেন? হাসির কারণ ছিল এই যে, তিনি বলেন-
مَا زَالَ الشَّيْطَانُ يَأْكُلُ مَعَهُ (শয়তান তার সঙ্গে খেয়ে যাচ্ছিল)। অর্থাৎ সে যেহেতু আল্লাহ তা'আলাকে স্মরণ করেনি, বিসমিল্লাহ না বলেই খাওয়া শুরু করেছে, তাই শয়তান তার খাওয়ায় শরীক হয়ে গেছে। একাধারে সেও খাচ্ছিল, সঙ্গে শয়তানও খাচ্ছিল। এভাবে চলতে থাকে।

فَلَمَّا ذَكَرَ اسْمَ الله اسْتَقَاءَ مَا فِي بَطْنِهِ (যেই না সে আল্লাহর নাম নিল, অমনি সে তার পেটে যা ছিল সব বমি করে দিল)। শয়তান যে বমি করল, এটা আর কেউ দেখতে পায়নি। দেখার কথাও নয়। কেননা শয়তানের কর্মকাণ্ড সাধারণত লোকচক্ষুর আড়ালেই হয়ে থাকে। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহপ্রদত্ত ক্ষমতাবলে তার কর্মকাণ্ড দেখতে পেতেন। সাহাবী বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার বমি করাটাও তিনি দেখতে পেয়েছিলেন। সে কারণেই তিনি হেসে দিয়েছিলেন।

সাহাবী যখন বিসমিল্লাহ বললেন, তখন শয়তানের বমি করার কারণ কী ছিল? কারণ সম্ভবত এই যে, বিসমিল্লাহ বলার দ্বারা শয়তানের কবল থেকে সাহাবীর জন্য সে খাবারের সুরক্ষা হয়ে গিয়েছিল। ফলে শয়তানের জন্য তা হজম করা অসম্ভব হয়ে যায়। তাই বাধ্য হয়ে সে বমি করে দেয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না, তাতে শয়তান শরীক হয়ে যায়।

খ. বিসমিল্লাহ বলা তথা আল্লাহর যিকির করার দ্বারা বান্দার জন্য খাবারের সুরক্ষা হয়। সে খাবারে শয়তান শরীক হতে পারে না।

গ. শুরুতে বিসমিল্লাহ বলা ভুলে গেলে যখনই তা মনে পড়ে, তখন বলে নেওয়া উচিত। তাতে অবশিষ্ট খাবার শয়তানের হাত থেকে বেঁচে যায়। এর আগে যা সে খেয়েছিল তাও তার পক্ষে হজম করা অসম্ভব হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৭২৬ | মুসলিম বাংলা