আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯২৪
১২০৪. যদি কেউ দিনের বেলা রোযার নিয়ত করে।
উম্মে দারদা (রাযিঃ) বলেন যে, আবুদ দারদা (রাযিঃ) তাকে এসে জিজ্ঞাসা করতেন, তোমাদের কাছে কিছু খাবার আছে? আমরা যদি বলতাম, নেই, তাহলে তিনি বলতেন, আমি আজ রোযা পালন করব।
আবু তালহা, আবু হুরায়রা, ইবনে আব্বাস এবং হুযাইফা (রাযিঃ) অনুরূপ করতেন।
১৮০২। আবু আসিম (রাহঃ) ......... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, আশূরার দিন নবী (ﷺ) এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন, সে যেন রোযা আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন