কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২১. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ৩৬৬২
আন্তর্জাতিক নং: ৩৭০৪
৪৩৬. মিশ্রিত বস্তু সম্পর্কে।
৩৬৬২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আঙ্গুর এবং খেজুর মিশ্রিত করে নাবীয বানাতে, আধা-পাকা এবং শুকনো খেজুর মিশ্রিত করে নাবীয বানাতে এবং অল্প পাকা ও কাঁচা খেজুর মিশিয়ে নাবীয বানাতে নিষেধ করা হয়েছে।
রাবী বলেনঃ আমার নিকট আবু সালামা ইবনে আব্দির রহমান (রাহঃ) আবু কাতাদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) হতে এ হাদীস বর্ণনা করেছেন।
রাবী বলেনঃ আমার নিকট আবু সালামা ইবনে আব্দির রহমান (রাহঃ) আবু কাতাদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) হতে এ হাদীস বর্ণনা করেছেন।
باب فِي الْخَلِيطَيْنِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ نَهَى عَنْ خَلِيطِ الزَّبِيبِ، وَالتَّمْرِ، وَعَنْ خَلِيطِ الْبُسْرِ، وَالتَّمْرِ، وَعَنْ خَلِيطِ الزَّهْوِ، وَالرُّطَبِ، وَقَالَ، " انْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَةٍ " . قَالَ وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ .
