কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২০. ইলমের অধ্যায়

হাদীস নং: ৩৬২০
আন্তর্জাতিক নং: ৩৬৬১
৪২৪. ইলম প্রচারের ফযীলত সস্পর্কে।
৩৬২০. সাঈদ ইবনে মনসুর (রাহঃ) ..... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর শপথ! তোমার হিদায়াতের কারণে যদি একটা লোকও সত্য পথের পথিক হয়, তবে তা তোমার জন্য মূল্যবান লাল উটের চাইতেও উত্তম।
باب فَضْلِ نَشْرِ الْعِلْمِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ " .

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ! আল্লাহ তোমার মাধ্যমে কোনও এক ব্যক্তিকে হিদায়াত দান করলে তা তোমার জন্য একদল লাল উট অপেক্ষাও উত্তম। তুলনাটা লাল উটের সঙ্গে করা হয়েছে এ কারণে যে, আরবদের কাছে লাল উটই ছিল সর্বাপেক্ষা দামী সম্পদ। এমনিতে তো আখিরাতের নি'আমতের বিপরীতে দুনিয়ার সর্বাপেক্ষা দামী সম্পদও কোনও তুলনায় আসে না। অনন্ত আখিরাতের সর্বাপেক্ষা ক্ষুদ্র নি'আমতও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা-কিছু আছে তারচে' শতকোটি গুণ শ্রেয়। তা সত্ত্বেও এ তুলনা করা হয়েছে কেবল আখিরাতের নি'আমতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য। কেননা কোনও বিষয় যদি তুলনা ও উদাহরণ দ্বারা বোঝানো হয়, তবে শ্রোতার কাছে তা বেশি স্পষ্ট হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা জানা যায় মানুষকে হিদায়াতের দা'ওয়াত দেওয়া কত বড় ফযীলতের কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন