কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৯. বিচার-আদালত অধ্যায়

হাদীস নং: ৩৫৭৯
আন্তর্জাতিক নং: ৩৬১৮
৪০৬. সাক্ষী ব্যতীত কোন জিনিসের ব্যাপারে দু’ব্যক্তির দাবীদার হওয়া সম্পর্কে।
৩৫৭৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... সাঈদ ইবনে আরূবা (রাহঃ) ইবনে নিহালের সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

তিনি বলেনঃ দু’ব্যক্তি একটি পশুকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হয়, অথচ তাদের কারো পক্ষে কোন সাক্ষী ছিলো না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের দু’জনকে কসমের উপর লটারী করতে হুকুম দেন।
باب الرَّجُلَيْنِ يَدَّعِيَانِ شَيْئًا وَلَيْسَتْ لَهُمَا بَيِّنَةٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، بِإِسْنَادِ ابْنِ مِنْهَالٍ مِثْلَهُ قَالَ فِي دَابَّةٍ وَلَيْسَ لَهُمَا بَيِّنَةٌ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَسْتَهِمَا عَلَى الْيَمِينِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৫৭৯ | মুসলিম বাংলা