কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৯. বিচার-আদালত অধ্যায়

হাদীস নং: ৩৫৭০
আন্তর্জাতিক নং: ৩৬০৯
বিচার-আদালত অধ্যায়
৪০৫একটি শপথ ও একজন সাক্ষীর উপর বিচার করা।
৩৫৭০. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আমর ইবনে দীনার (রাহঃ) পূর্বোক্ত হাদীসের সনদ ও অর্থে হাদীস বর্ণনা করেছেন। রাবী সালামা তাঁর হাদীসে বর্ণনা করেছেন যে, আমর ইবনে দীনার (রাহঃ) বলেছেনঃ এরূপ ফয়সালা হকের ব্যাপারে হতে পারে। (তবে হদ বা শাস্তির ফয়সালার ব্যাপারে অবশ্যই দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন)।
كتاب الأقضية
باب الْقَضَاءِ بِالْيَمِينِ وَالشَّاهِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ . قَالَ سَلَمَةُ فِي حَدِيثِهِ قَالَ عَمْرٌو فِي الْحُقُوقِ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৫৭০ | মুসলিম বাংলা