আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং: ১৭৯১
আন্তর্জাতিক নং: ১৯১২
১১৯৫. ঈদের দুই মাস কম হয় না
১৭৯১। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, দু’টি মাস কম হয় না। তা হল ঈদের দু’মাস - রমযানের মাস ও যিলহজ্জের মাস।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেছেন, আহমদ ইবনে হাম্বল (রাহঃ) বলেন, রমযান ঘাটতি হলে যিলহজ্জ পূর্ণ হবে। আর যিলহজ্জ ঘাটতি হলে রমযান পূর্ণ হবে। আবুল হাসান (রাহঃ) বলেন, ইসহাক ইবনে রাহওয়াই (রাহঃ) বলেন, ফযীলতের দিক থেকে এ দুই মাসে কোনো ঘাটতি নেই, মাস উনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেছেন, আহমদ ইবনে হাম্বল (রাহঃ) বলেন, রমযান ঘাটতি হলে যিলহজ্জ পূর্ণ হবে। আর যিলহজ্জ ঘাটতি হলে রমযান পূর্ণ হবে। আবুল হাসান (রাহঃ) বলেন, ইসহাক ইবনে রাহওয়াই (রাহঃ) বলেন, ফযীলতের দিক থেকে এ দুই মাসে কোনো ঘাটতি নেই, মাস উনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।
بَابٌ: شَهْرَا عِيدٍ لاَ يَنْقُصَانِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ إِسْحَاقُ: «وَإِنْ كَانَ نَاقِصًا فَهُوَ تَمَامٌ» وَقَالَ مُحَمَّدٌ: «لاَ يَجْتَمِعَانِ كِلاَهُمَا نَاقِصٌ»
1912 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ إِسْحَاقَ بْنَ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَنِي مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " شَهْرَانِ لاَ يَنْقُصَانِ، شَهْرَا عِيدٍ: رَمَضَانُ، وَذُو الحَجَّةِ "
(نــــ قال أبو عبد الله وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ إِنْ نَقَصَ رَمَضَانُ تَمَّ ذُو الْحِجَّةِ وَإِنَّ نَقَصَ ذُو الْحِجَّةِ تَمَّ رَمَضَانُ وَقَالَ أَبُو الْحَسَنِ كَانَ إِسْحَاقُ بْنُ رَاهْوَيْهِ يَقُولُ لَا يَنْقُصَانِ فِي الْفَضِيلَةِ إِنْ كَانَا تِسْعَةً وَعِشْرِينَ أَوْ ثَلَاثِينَ)
(نــــ قال أبو عبد الله وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ إِنْ نَقَصَ رَمَضَانُ تَمَّ ذُو الْحِجَّةِ وَإِنَّ نَقَصَ ذُو الْحِجَّةِ تَمَّ رَمَضَانُ وَقَالَ أَبُو الْحَسَنِ كَانَ إِسْحَاقُ بْنُ رَاهْوَيْهِ يَقُولُ لَا يَنْقُصَانِ فِي الْفَضِيلَةِ إِنْ كَانَا تِسْعَةً وَعِشْرِينَ أَوْ ثَلَاثِينَ)


বর্ণনাকারী: