আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯১২
১১৯৫. ঈদের দুই মাস কম হয় না
১৭৯১। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, দু’টি মাস কম হয় না। তা হল ঈদের দু’মাস - রমযানের মাস ও যিলহজ্জের মাস।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেছেন, আহমদ ইবনে হাম্বল (রাহঃ) বলেন, রমযান ঘাটতি হলে যিলহজ্জ পূর্ণ হবে। আর যিলহজ্জ ঘাটতি হলে রমযান পূর্ণ হবে। আবুল হাসান (রাহঃ) বলেন, ইসহাক ইবনে রাহওয়াই (রাহঃ) বলেন, ফযীলতের দিক থেকে এ দুই মাসে কোনো ঘাটতি নেই, মাস উনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন