আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৯০৬
১১৯৪. নবী করীম (ﷺ) এর বাণীঃ যখন তোমরা চাঁদ দেখবে তখন রোযা শুরু করবে আবার যখন চাঁদ দেখবে তখন ইফতার করবে।
সেলা (রাহঃ) আম্মার (রাঃ) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্দেহের দিনে রোযা পালন করল, সে আবুল কাসিম (ﷺ) এর নাফরমানী করল।
১৭৮৫। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... ’আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের কথা আলোচনা করে বললেনঃ চাঁদ না দেখে তোমরা রোযা পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার বন্ধ করবে না। যদি মেঘাছন্ন থাকে তাহলে তাঁর সময় (ত্রিশ দিন) পরিমাণ পূর্ণ করবে।

হাদীসের ব্যাখ্যা:

এর অর্থ হল, যে দিনটি শা'বানের ত্রিশ তারিখ না রামাদানের এক তারিখ এ বিষয়ে সন্দেহ হবে সেই দিনটিকে রামাদানের প্রথম তারিখ মনে করে বা সন্দেহের সাথে সেই দিনটিতে সিয়াম পালন করা যাবে না। সন্দেহের দিনে রোযা রাখা মাকরুহ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন