কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৩৭১
আন্তর্জাতিক নং: ৩৪০৬
৩২৮. জমি ভাগে বর্গা দেওয়া।
৩৩৭১. ইয়াহয়া ইবনে মা’ঈন (রাহঃ) .... জাবির ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছি যে, যে ব্যক্তি মুখাবারা পরিত্যাগ করে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে রাখে।[১]
[১] কারো কারো মতে খায়বরের হাদীস দ্বারা এ হাদীস মানসূখ হয়েছে। কেননা, নবী (সা.) খায়বর বাসীদের সাথে
মুখাবারা করেছিলেন। (অনুবাদক)।
[১] কারো কারো মতে খায়বরের হাদীস দ্বারা এ হাদীস মানসূখ হয়েছে। কেননা, নবী (সা.) খায়বর বাসীদের সাথে
মুখাবারা করেছিলেন। (অনুবাদক)।
باب فِي الْمُخَابَرَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا ابْنُ رَجَاءٍ، - يَعْنِي الْمَكِّيَّ - قَالَ ابْنُ خُثَيْمٍ حَدَّثَنِي عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ لَمْ يَذَرِ الْمُخَابَرَةَ فَلْيَأْذَنْ بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ " .
