কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৩৬৪
আন্তর্জাতিক নং: ৩৩৯৮
৩২৬.জমি বর্গা না দেওয়া সম্পর্কে।
৩৩৬৪. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উসায়দ ইবনে যুহাইর (রাহঃ) হতে বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, একদা রাফি ইবনে খাদীজ (রাযিঃ) আমাদের কাছে এসে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের এমন একটি কাজ করতে নিষেধ করেছেন, যাতে তোমরা উপকৃত হতে। বস্তুত আল্লাহ এবং তাঁর রাসূলের অনুসরণই তোমাদের জন্য অধিক উপকারী। রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের ’হাকলম্ব’[১] হতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ যে ব্যক্তি তার জমির মুখাপেক্ষী নয়, সে যেন তা তার ভাইকে দেয়, অথবা খালি ফেলে রাখে।[১]
[১] ফসলের কোন নির্দিষ্ট অংশ নির্ধারণ করে জমি বর্গা দেওয়াকে ‘হাল' বলে । এরূপ করা বৈধ নয়। (অনুবাদক)
[১] ফসলের কোন নির্দিষ্ট অংশ নির্ধারণ করে জমি বর্গা দেওয়াকে ‘হাল' বলে । এরূপ করা বৈধ নয়। (অনুবাদক)
باب فِي التَّشْدِيدِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ، قَالَ جَاءَنَا رَافِعُ بْنُ خَدِيجٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ يَنْهَاكُمْ عَنْ أَمْرٍ، كَانَ لَكُمْ نَافِعًا وَطَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْفَعُ لَكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَاكُمْ عَنِ الْحَقْلِ وَقَالَ " مَنِ اسْتَغْنَى عَنْ أَرْضِهِ فَلْيَمْنَحْهَا أَخَاهُ أَوْ لِيَدَعْ " . قَالَ أَبُو دَاوُدَ وَهَكَذَا رَوَاهُ شُعْبَةُ وَمُفَضَّلُ بْنُ مُهَلْهَلٍ عَنْ مَنْصُورٍ . قَالَ شُعْبَةُ أُسَيْدُ ابْنُ أَخِي رَافِعِ بْنِ خَدِيجٍ .
