আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৩- মদীনা শরীফের ফযীলত
হাদীস নং: ১৭৬৯
আন্তর্জাতিক নং: ১৮৯০
পূর্বোক্ত পরিচ্ছেদ
১৭৬৯। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি এ বলে দুআ করতেন, হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দাও।
ইবনে যুরাঈ (রাহঃ) ......... হাফসা বিনতে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।
হিশাম (রাহঃ) বলেন, যায়দ তাঁর পিতার সূত্রে হাফসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে বলতে শুনেছি।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ‘’রাওহ তাঁর মায়ের সূত্রে এরূপ বলেছেন।‘’
ইবনে যুরাঈ (রাহঃ) ......... হাফসা বিনতে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।
হিশাম (রাহঃ) বলেন, যায়দ তাঁর পিতার সূত্রে হাফসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উমর (রাযিঃ) কে বলতে শুনেছি।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ‘’রাওহ তাঁর মায়ের সূত্রে এরূপ বলেছেন।‘’
باب كَرَاهِيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ تُعْرَى الْمَدِينَةُ
1890 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي [ص:24] فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَقَالَ ابْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ القَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: سَمِعْتُ عُمَرَ نَحْوَهُ وَقَالَ هِشَامٌ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ
(نـ) قَالَ ابو عبد الله: كذا قَالَ روح بن القاسم عن أمه
(نـ) قَالَ ابو عبد الله: كذا قَالَ روح بن القاسم عن أمه
