কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৩২২
আন্তর্জাতিক নং: ৩৩৫৫
৩০৮. রূপার বিনিময়ে সোনা নেয়া।
৩৩২২. হুসাইন ইবনে আসওয়াদ (রাহঃ) ..... সিমাক (রাহঃ) হতে হাদীসটি উপরোক্ত হাদীসের সনদে ও অর্থে বর্ণিত হয়েছে। তবে পূর্বোক্ত হাদীসটি সম্পূর্ণ। কেননা, এ হাদীসে ’সে দিনের বাজার দর অনুসারে’ এ কথাটি উল্লেখ নেই।
باب فِي اقْتِضَاءِ الذَّهَبِ مِنَ الْوَرِقِ
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الأَسْوَدِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَالأَوَّلُ أَتَمُّ لَمْ يَذْكُرْ " بِسِعْرِ يَوْمِهَا " .
