কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৩১২
আন্তর্জাতিক নং: ৩৩৪৫
৩০৪. দেনা পরিশোধে গড়িমসি করা।
৩৩১২. আল-কা’নবী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মালদার ব্যক্তির জন্য দেনা আদায়ে গড়িমসি করা যুলুমস্বরূপ। তোমাদের কাউকে যদি অন্যের কর্য আদায়ের যিম্মাদারী দেওয়া হয়, তবে তা কবুল করা উচিত।[১]
[১] অর্থাৎ বেচা-কেনার বস্তু যদি দুই বা ভিন্ন জাতীয় হয়, তবে এতে কম-বেশী লেন-দেন করা বৈধ। তবে এতে শর্ত এই যে, লেন-দেন নগদ হতে হবে, বাকীতে নয়। (অনুবাদক)
[১] অর্থাৎ বেচা-কেনার বস্তু যদি দুই বা ভিন্ন জাতীয় হয়, তবে এতে কম-বেশী লেন-দেন করা বৈধ। তবে এতে শর্ত এই যে, লেন-দেন নগদ হতে হবে, বাকীতে নয়। (অনুবাদক)
باب فِي الْمَطْلِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ " .
