কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৭. শপথ ও মান্নতের বিধান

হাদীস নং: ৩২৬৮
আন্তর্জাতিক নং: ৩২৯৭
শপথ ও মান্নতের বিধান
২৮২. যখন গুনাহের মান্নত ভঙ্গ করবে, তখন কাফফারা ওয়াজিব হবে।
৩২৬৮. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন এ মর্মে খবর পান যে, উকবা ইবনে আমির (রাযিঃ)-এর বোন পদব্রজে হজ্জে যাওয়ার জন্য মান্নত করেছে, তখন তিনি বলেনঃ আল্লাহ তাআলা তাঁর এ ধরনের মানতের মুখাপেক্ষী নন। তাঁকে বল, সে যেন বাহনে সওয়ার হয়ে হজ্জ করতে যায়।
كتاب الأيمان والنذور
باب مَنْ رَأَى عَلَيْهِ كَفَّارَةً إِذَا كَانَ فِي مَعْصِيَةٍ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا بَلَغَهُ أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَةً قَالَ : " إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ نَذْرِهَا، مُرْهَا فَلْتَرْكَبْ " . قَالَ أَبُو دَاوُدَ : رَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ نَحْوَهُ وَخَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩২৬৮ | মুসলিম বাংলা