কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৭. শপথ ও মান্নতের বিধান
হাদীস নং: ৩২৬৫
আন্তর্জাতিক নং: ৩২৯২
শপথ ও মান্নতের বিধান
২৮২. যখন গুনাহের মান্নত ভঙ্গ করবে, তখন কাফফারা ওয়াজিব হবে।
৩২৬৫. আহমদ ইবনে মুহাম্মাদ মারওয়াযী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন গুনাহের কাজের জন্য মান্নত করা উচিত নয়। (যদি কেউ এরূপ করে) তবে তার কাফফারা তবে কসমের কাফফারার অনুরূপ।
আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ আসলে হাদীসের সনদ এরূপ যে, আলী ইবনে মুবারক, ইয়াহয়া ইবনে আবী কাছীর, মুহাম্মাদ ইবনে যুবাইর, তাঁর পিতা ইমরান ইবনে হুসাইন নবী (ﷺ) থেকে। আহমদ মনে করেন যে, সুলাইমান ইবনে আরকাম হতে এ হাদীসে সন্দেহের সৃষ্টি হয়েছে। যুহরী (রাহঃ) তাঁর থেকে এ হাদীস সংগ্রহ করে ’মুরসাল’ হিসাবে আবু সালামা আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ আসলে হাদীসের সনদ এরূপ যে, আলী ইবনে মুবারক, ইয়াহয়া ইবনে আবী কাছীর, মুহাম্মাদ ইবনে যুবাইর, তাঁর পিতা ইমরান ইবনে হুসাইন নবী (ﷺ) থেকে। আহমদ মনে করেন যে, সুলাইমান ইবনে আরকাম হতে এ হাদীসে সন্দেহের সৃষ্টি হয়েছে। যুহরী (রাহঃ) তাঁর থেকে এ হাদীস সংগ্রহ করে ’মুরসাল’ হিসাবে আবু সালামা আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
كتاب الأيمان والنذور
باب مَنْ رَأَى عَلَيْهِ كَفَّارَةً إِذَا كَانَ فِي مَعْصِيَةٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنِ ابْنِ أَبِي عَتِيقٍ، وَمُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَرْقَمَ، أَنَّ يَحْيَى بْنَ أَبِي كَثِيرٍ، أَخْبَرَهُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ " . قَالَ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ : إِنَّمَا الْحَدِيثُ حَدِيثُ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . أَرَادَ أَنَّ سُلَيْمَانَ بْنَ أَرْقَمَ وَهِمَ فِيهِ وَحَمَلَهُ عَنْهُ الزُّهْرِيُّ وَأَرْسَلَهُ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ رَحِمَهَا اللَّهُ .