আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৩- মদীনা শরীফের ফযীলত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৭৯
১১৭৮. দাজ্জাল মদীনায় প্রবেশ করতে পারবে না
১৭৫৮। আব্দুল আযীয ইবনে আব্দল্লাহ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, মদীনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ঐ সময় মদীনার সাতটি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক পথে দু’জন করে ফিরিশতা (মোতায়েন) থাকবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন