কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩২১৫
আন্তর্জাতিক নং: ৩২২৯
২৫৬. কবরের উপর না বসা।
৩২১৫. ইবরাহীম ইবনে মুসা রাযী (রাহঃ) ..... বুসর ইবনে উবাইদিল্লাহ (রাহঃ) বলেন, আমি ওযাসেলা ইবনে আসকা (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আমি আবু মারছাদ গানবী (রাযিঃ)-কে এরূপ বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ ফিরিয়ে নামায আদায় করবে না।
باب فِي كَرَاهِيَةِ الْقُعُودِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ يَزِيدَ بْنِ جَابِرٍ - عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ، يَقُولُ سَمِعْتُ أَبَا مَرْثَدٍ الْغَنَوِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلاَ تُصَلُّوا إِلَيْهَا " .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩২১৫ | মুসলিম বাংলা