কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৩২১২
আন্তর্জাতিক নং: ৩২২৬
২৫৫. কবরের উপর সৌধ নির্মাণ না করা।
৩২১২. মুসাদ্দাদ ও উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে এরূপ বর্ণিত আছে। আবু দাউদ (রাহঃ) বলেন, উছমান (রাহঃ) বলেছেনঃ এর থেকে কিছু অধিক বর্ণনা আছে। সুলাইমান ইবনে মুসা (রাহঃ) এ অতিরিক্ত বিষয় বর্ণনা করেছেন যে, তার (কবরের) উপর বসে কিছু লিখতে নিষেধ করেছেন।
রাবী মুসাদ্দাদ (রাহঃ) তাঁর হাদীসে এ বাক্যটি উল্লেখ করেননি। রাবী আবু দাউদ (রাহঃ) বলেনঃ মুসাদ্দাদ (রাহঃ)-এর বর্ণনায় এ শব্দটির অর্থ আমার নিকট অজ্ঞাত।
রাবী মুসাদ্দাদ (রাহঃ) তাঁর হাদীসে এ বাক্যটি উল্লেখ করেননি। রাবী আবু দাউদ (রাহঃ) বলেনঃ মুসাদ্দাদ (রাহঃ)-এর বর্ণনায় এ শব্দটির অর্থ আমার নিকট অজ্ঞাত।
باب فِي الْبِنَاءِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالاَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، وَعَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُدَ قَالَ عُثْمَانُ أَوْ يُزَادَ عَلَيْهِ وَزَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى أَوْ أَنْ يُكْتَبَ عَلَيْهِ وَلَمْ يَذْكُرْ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ أَوْ يُزَادَ عَلَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ خَفِيَ عَلَىَّ مِنْ حَدِيثِ مُسَدَّدٍ حَرْفُ وَأَنْ .
