কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৩২০৬
আন্তর্জাতিক নং: ৩২২০
২৫১. কবর সমতল করা।
৩২০৬. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ...... কাসিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আয়িশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলি যে, হে আমার প্রিয় মাতা! আপনি আমার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর দু’জন সঙ্গী [আবু বকর সিদ্দীক (রাযিঃ) ও উমর (রাযিঃ)]-এর কবর উন্মোচন করুন। তখন তিনি আমার জন্য তিনটি কবরের (আবরণ) উন্মোচন করেন, যা বেশী উঁচু ছিল না এবং বেশী নীচুও ছিল না; (বরং মাটি হতে এক বিঘত উঁচু ছিল)। আর এগুলের উপর ময়দানের লাল কাঁকর ছড়ানো ছিল।
রাবী আবু আলী বলেনঃ এরূপ বলা হতো যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখ ভাগে; আবু বকর (রাযিঃ) তাঁর পবিত্র মাথার নিকট এবং উমর (রাযিঃ) তাঁর কদম বরাবর অবস্থিত। অর্থাৎ উমর (রাযিঃ)-এর মাথা রাসূলুল্লাহ (ﷺ)-এর দু’ পা বরাবর অবস্থিত।
রাবী আবু আলী বলেনঃ এরূপ বলা হতো যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখ ভাগে; আবু বকর (রাযিঃ) তাঁর পবিত্র মাথার নিকট এবং উমর (রাযিঃ) তাঁর কদম বরাবর অবস্থিত। অর্থাৎ উমর (রাযিঃ)-এর মাথা রাসূলুল্লাহ (ﷺ)-এর দু’ পা বরাবর অবস্থিত।
باب فِي تَسْوِيَةِ الْقَبْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ هَانِئٍ، عَنِ الْقَاسِمِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ يَا أُمَّهْ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَاحِبَيْهِ رضى الله عنهما فَكَشَفَتْ لِي عَنْ ثَلاَثَةِ قُبُورٍ لاَ مُشْرِفَةٍ وَلاَ لاَطِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ قَالَ أَبُو عَلِيٍّ يُقَالُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُقَدَّمٌ وَأَبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ وَعُمَرُ عِنْدَ رِجْلَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
