কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩১৯৫
আন্তর্জাতিক নং: ৩২০৯
২৪৫. মুর্দা রাখার জন্য কতজন কবরে প্রবেশ করবে।
৩১৯৫. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ...... আমির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)কে আলী (রাযিঃ), ফযল (রাযিঃ) এবং উসামা ইবনে যায়দ (রাযিঃ) গোসল দিয়েছিলেন এবং এরাই তাকে কবরে নামিয়েছিলেন। রাবী বলেনঃ আমার নিকট মারহাব অথবা ইবনে আবী মারহাব বর্ণনা করেছেন যে, তাঁরা আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ)-কেও তাদের সঙ্গে নিয়েছিলেন। তাঁরা দাফনক্রিয়া শেষ করলে আলী (রাযিঃ) বলেনঃ প্রত্যেক ব্যক্তির (দাফনের) কাজ তার স্বজনদের করা উচিত।
باب كَمْ يَدْخُلُ الْقَبْرَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، قَالَ غَسَّلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيٌّ وَالْفَضْلُ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَهُمْ أَدْخَلُوهُ قَبْرَهُ قَالَ وَحَدَّثَنِي مُرَحَّبٌ أَوِ ابْنُ أَبِي مُرَحَّبٍ أَنَّهُمْ أَدْخَلُوا مَعَهُمْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَلَمَّا فَرَغَ عَلِيٌّ قَالَ إِنَّمَا يَلِي الرَّجُلَ أَهْلُهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: