কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৩১৬৯
আন্তর্জাতিক নং: ৩১৮৩
২২৯. জানাযা দ্রুত বহন করা।
৩১৬৯. হুমায়দা ইবনে মাস’আদা (রাহঃ) .... উয়াইনা উপরিউক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, উক্ত জানাযা ছিল আব্দুর রহমান ইবনে সামুরার। রাবী বলেনঃ আবু বাকরা (রাযিঃ) দ্রুত তাঁর খচ্চর হাঁকিয়ে আসেন এবং লাঠির ইশারায় লাশ দ্রুত বহন করতে বলেন।
باب الإِسْرَاعِ بِالْجَنَازَةِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - عَنْ عُيَيْنَةَ، بِهَذَا الْحَدِيثِ قَالاَ فِي جَنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَقَالَ فَحَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ وَأَهْوَى بِالسَّوْطِ .
