আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৩- মদীনা শরীফের ফযীলত

হাদীস নং: ১৭৪৬
আন্তর্জাতিক নং: ১৮৬৭
- মদীনা শরীফের ফযীলত
১১৭০. মদীনার ফযীলতঃ মদীনা হারম হওয়া।
১৭৪৬। আবু’ন নু’মান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ মদীনা এখান থেকে ওখান পর্যন্ত হারাম (রূপে গণ্য)। সুতরাং তাঁর গাছ কাঁটা যাবে না এবং কুরআন-সুন্নাহর খেলাফ কোন কাজ মদীনায় করা যাবে না। কেউ যদি কুরআন-সুন্নাহর খেলাফ কোন কাজ করে তাহলে তাঁর প্রতি আল্লাহর লা’নত এবং ফিরিশতাদের ও সকল মানুষের লা'নত।
فضائل المدينة
فضائل المدينة باب حَرَمِ الْمَدِينَةِ
1867 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: المَدِينَةُ حَرَمٌ مِنْ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، وَلاَ يُحْدَثُ فِيهَا حَدَثٌ، مَنْ أَحْدَثَ حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)