কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
হাদীস নং: ৩০৬৫
আন্তর্জাতিক নং: ৩০৭৬
১৭৫. অনাবাদী যমীন আবাদ করা।
৩০৬৫. আহমদ ইবনে আব্দা আমিলী (রাহঃ) .... উরওয়া (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি এরূপ সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেনঃ সমস্ত যমীনই আল্লাহর এবং বান্দারা সবাই আল্লাহর বান্দা। কাজেই, যে ব্যক্তি কোন অনাবাদী যমীন আবাদ করবে, সে ব্যক্তি তার মালিক হবে।
রাবী বলেনঃ নবী (ﷺ)-এর এ হাদীসটি আমার নিকট তারা বর্ণনা করেছেন, যারা তাঁর নিকট হতে নামাযের হাদীস বর্ণনা করেছেন (অর্থাৎ সাহাবাগণ)।
রাবী বলেনঃ নবী (ﷺ)-এর এ হাদীসটি আমার নিকট তারা বর্ণনা করেছেন, যারা তাঁর নিকট হতে নামাযের হাদীস বর্ণনা করেছেন (অর্থাৎ সাহাবাগণ)।
باب فِي إِحْيَاءِ الْمَوَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الآمُلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُرْوَةَ، قَالَ أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنَّ الأَرْضَ أَرْضُ اللَّهِ وَالْعِبَادَ عِبَادُ اللَّهِ وَمَنْ أَحْيَا مَوَاتًا فَهُوَ أَحَقُّ بِهِ جَاءَنَا بِهَذَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِينَ جَاءُوا بِالصَّلَوَاتِ عَنْهُ .


বর্ণনাকারী: