কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
হাদীস নং: ৩০৫০
আন্তর্জাতিক নং: ৩০৬১
১৭৪. যমীন খণ্ড করে বন্দোবস্ত দেওয়া।
৩০৫০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... রবী’আ ইবনে আবী আব্দির রহমান (রাযিঃ) কয়েক ব্যক্তি হতে শ্রবণ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফার’আর [১] পার্শ্ববর্তী স্থানে অবস্থিত কিবলিয়া [২] খনিটি বিলাল ইবনে হারিছ মুযানীকে বন্দোবস্ত প্রদান করেন। ঐ খনি হতে আজও পর্যন্ত যাকাত ছাড়া আর কিছুই নেয়া হয় না।
[১]মক্কা এবং মদীনার মধ্যবর্তী স্থানে ফারাআ নামক একটি স্থান আছে।
[২] ফারাআর নিকট 'কিবলীয়' নামক একটি জায়গা আছে যার নামানুসারে ঐ স্থান বা সেখানকার অধিবাসীদের কিবলীয়া বলা হয়।
[১]মক্কা এবং মদীনার মধ্যবর্তী স্থানে ফারাআ নামক একটি স্থান আছে।
[২] ফারাআর নিকট 'কিবলীয়' নামক একটি জায়গা আছে যার নামানুসারে ঐ স্থান বা সেখানকার অধিবাসীদের কিবলীয়া বলা হয়।
باب فِي إِقْطَاعِ الأَرَضِينَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ غَيْرِ، وَاحِدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْطَعَ بِلاَلَ بْنَ الْحَارِثِ الْمُزَنِيَّ مَعَادِنَ الْقَبَلِيَّةِ وَهِيَ مِنْ نَاحِيَةِ الْفُرْعِ فَتِلْكَ الْمَعَادِنُ لاَ يُؤْخَذُ مِنْهَا إِلاَّ الزَّكَاةُ إِلَى الْيَوْمِ .


বর্ণনাকারী: