আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং: ১৭৩৮
আন্তর্জাতিক নং: ১৮৫৯
- ওমরার অধ্যায়
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৮। আমর ইবনে যুরারা (রাহঃ) ......... উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি সায়িব ইবনে ইয়াযীদ সম্পর্কে বলতেন, সায়িবকে নবী (ﷺ) এর সফর সামগ্রীর কাছে বসিয়ে হজ্জ করানো হয়েছে।
أبواب العمرة
باب حَجِّ الصِّبْيَانِ
1859 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا القَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ، يَقُولُ: لِلسَّائِبِ بْنِ يَزِيدَ، «وَكَانَ قَدْ حُجَّ بِهِ فِي ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
বর্ণনাকারী: