কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
হাদীস নং: ৩০২৪
আন্তর্জাতিক নং: ৩০৩৪
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
১৬৬. ইয়াহুদীদের আরবভূমি হতে বহিষ্কার প্রসঙ্গে।
৩০২৪. ইবনে সারাহ (রাহঃ) ..... মালিক (রাহঃ) থেকে বর্ণিত। উমর (রাযিঃ) নযরান এবং ফিদাকের ইয়াহুদীদের বের করে দিয়েছিলেন।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي إِخْرَاجِ الْيَهُودِ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ قَالَ مَالِكٌ قَدْ أَجْلَى عُمَرُ رَحِمَهُ اللَّهُ يَهُودَ نَجْرَانَ وَفَدَكَ .