কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত

হাদীস নং: ৩০২২
আন্তর্জাতিক নং: ৩০৩২
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
১৬৬. ইয়াহুদীদের আরবভূমি হতে বহিষ্কার প্রসঙ্গে।
৩০২২. সুলাইমান ইবনে দাউদ আতাকী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একই শহরে দুটি কিবলা হতে পারবে না।[১]

[১] একটি মুসলমানদের কিবলা এবং অপরটি ইয়াহূদ বা নাসারাদের কিবলা।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي إِخْرَاجِ الْيَهُودِ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكُونُ قِبْلَتَانِ فِي بَلَدٍ وَاحِدٍ " .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩০২২ | মুসলিম বাংলা