কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
হাদীস নং: ৩০১৪
আন্তর্জাতিক নং: ৩০২৪
১৬৩. মক্কা বিজয় সম্পর্কে।
৩০১৪. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি যুবাইর ইবনে আওয়াম, আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ)-কে অশ্বপৃষ্ঠে আরোহিত অবস্থায় ছেড়ে দেন। এরপর তিনি বলেনঃ হে আবু হুরায়রা! আনসারদের ডেকে বলে দাও, তারা যেন এ রাস্তা ধরে অগ্রসর হয়। আর যে কেউ (এ রাস্তায়) তোমাদের সম্মুখীন হবে, তাকে হত্যা করে ফেলবে। এ সময় জনৈক ব্যক্তি এরূপ ঘোষণা দেয় যে, আজকের দিনের পর আর কোন কুরাইশ অবশিষ্ট থাকবে না।
তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি তার গৃহে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি তার অস্ত্রশস্ত্র সমর্পণ করবে, সে নিরাপদ। এ সময় কুরাইশ নেতারা কাবা শরীফের মধ্যে (নিরাপত্তার আাশায়) প্রবেশ করে, ফলে কাবা শরীফ ভরে যায়। আর নবী (ﷺ) তাওয়াফ সম্পন্ন করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে নামায আদায় করেন। এরপর তিনি কাবা ঘরের দরজার চৌকাঠ ধরেন। তখন তারা (কুরাইশ নেতারা) বেরিয়ে আসে এবং নবী (ﷺ) এর কাছে ইসলামের উপর বায়’আত গ্রহণ করে।
তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি তার গৃহে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি তার অস্ত্রশস্ত্র সমর্পণ করবে, সে নিরাপদ। এ সময় কুরাইশ নেতারা কাবা শরীফের মধ্যে (নিরাপত্তার আাশায়) প্রবেশ করে, ফলে কাবা শরীফ ভরে যায়। আর নবী (ﷺ) তাওয়াফ সম্পন্ন করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে নামায আদায় করেন। এরপর তিনি কাবা ঘরের দরজার চৌকাঠ ধরেন। তখন তারা (কুরাইশ নেতারা) বেরিয়ে আসে এবং নবী (ﷺ) এর কাছে ইসলামের উপর বায়’আত গ্রহণ করে।
باب مَا جَاءَ فِي خَبَرِ مَكَّةَ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا دَخَلَ مَكَّةَ سَرَّحَ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَأَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَخَالِدَ بْنَ الْوَلِيدِ عَلَى الْخَيْلِ وَقَالَ " يَا أَبَا هُرَيْرَةَ اهْتِفْ بِالأَنْصَارِ " . قَالَ اسْلُكُوا هَذَا الطَّرِيقَ فَلاَ يُشْرِفَنَّ لَكُمْ أَحَدٌ إِلاَّ أَنَمْتُمُوهُ . فَنَادَى مُنَادٍ لاَ قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَخَلَ دَارًا فَهُوَ آمِنٌ وَمَنْ أَلْقَى السِّلاَحَ فَهُوَ آمِنٌ " . وَعَمَدَ صَنَادِيدُ قُرَيْشٍ فَدَخَلُوا الْكَعْبَةَ فَغَصَّ بِهِمْ وَطَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَصَلَّى خَلْفَ الْمَقَامِ ثُمَّ أَخَذَ بِجَنْبَتَىِ الْبَابِ فَخَرَجُوا فَبَايَعُوا النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ .
