আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৫৭
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৬। ইসহাক (রাহঃ) ......... ’আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার গাধীর পিঠে আরোহণ করে (মিনায়) আগমন করলাম। তখন আমি সাবালক হওয়ার নিকটবর্তী ছিলাম। ঐ সময়ে রাসূলুল্লাহ (ﷺ) মিনায় দাঁড়িয়ে নামায আদায় করছিলেন। আমি চলতে চলতে প্রথম কাতারের কিছু অংশ অতিক্রম করে চলে যাই। এরপর সওয়ারী থেকে নীচে অবতরণ করি। গাধাটি চরে খেতে লাগল। আর আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে লোকদের সাথে কাতারে শামিল হয়ে যাই।
ইউনুস (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ) সূত্রে তাঁর বর্ণনায় “মিনা’ শব্দের পর ‘বিদায় হজ্জের সময়’ কথাটি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন