আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৫১
১১৬৩. ইহরাম অবস্থায় মৃত্যু হলে তাঁর বিধান
১৭৩১। ইয়া’কুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইহরাম অবস্থায় এক ব্যক্তি নবী (ﷺ) এর সাথে ছিলেন। হঠাৎ তাঁর সওয়ারী তাঁর ঘাড় ভেঙ্গে দেয়। ফলে তিনি মারা যান। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তাঁকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল দাও এবং
তাঁর দু কাপড়ে কাফন দাও। তবে তাঁর শরীরে সুগন্ধি লাগাবে না এবং তাঁর মাথা ঢাকবে না। কেননা কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় তার উত্থান হবে।
তাঁর দু কাপড়ে কাফন দাও। তবে তাঁর শরীরে সুগন্ধি লাগাবে না এবং তাঁর মাথা ঢাকবে না। কেননা কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় তার উত্থান হবে।
