আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪
১২৯। কুকুর যদি পাত্র থেকে পানি পান করে
১৭৩। আহমদ ইবনে শাবীব (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল (ﷺ) এর যামানায় কুকুর মসজিদের ভিতর দিয়ে আসা-যাওয়া করত, অথচ এজন্য তাঁরা কোথাও পানি ছিটিয়ে দিতেন না।
