কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৫. কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত

হাদীস নং: ২৯৩২
আন্তর্জাতিক নং: ২৯৪২
১৪৭. বায়আত সম্পর্কে।
২৯৩২. উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে মায়সারা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে হিশাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) এর যামানা পেয়েছিলেন। তিনি বলেনঃ তাকে নিয়ে তার আম্মা যয়নাব বিনতে হুমাইদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট যান এবং বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! একে বায়’আত করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সে তো খুবই ছোট। এরপর তিনি তার মাথায় হাত দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন।[১]

[১] আল্লাহ ও রাসূলের আনুগত্য এবং শরীআতের নির্দেশাবলী পালন করার অঙ্গীকার করাকে বায়'আত বলা হয়। পীর-বুযুর্গদের মাঝে এ প্রথা আজও বিদ্যমান আছে। পুরুষদের হাতে হাত মিলিয়ে মুখে অঙ্গীকারের এবং স্ত্রীলোকদের সাথে শুধু মৌখিক অঙ্গীকারের শব্দাবলী পাঠ করাকে সুন্নত বায়'আত বলা হয়।
باب مَا جَاءَ فِي الْبَيْعَةِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ، قَالَ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ بِنْتُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ صَغِيرٌ " . فَمَسَحَ رَأْسَهُ .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৯৩২ | মুসলিম বাংলা