কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৮৮৩
আন্তর্জাতিক নং: ২৮৯২
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮৩. ইবনে সারহ (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। সা‘দ ইবনে রাবী’ এর স্ত্রী বলেন, ইয়া রাসূলাল্লাহ! সা‘দ মারা গিয়েছে এবং এ দু‘টি মেয়ে রেখে গিয়েছে। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
كتاب الفرائض
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي دَاوُدُ بْنُ قَيْسٍ، وَغَيْرُهُ، مِنْ أَهْلِ الْعِلْمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ امْرَأَةَ، سَعْدِ بْنِ الرَّبِيعِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَعْدًا هَلَكَ وَتَرَكَ ابْنَتَيْنِ . وَسَاقَ نَحْوَهُ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا هُوَ الصَّوَابُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু দাঊদ (রাহঃ) বলেনঃ এ হাদীছটি সহীহ।