কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৮৮১
আন্তর্জাতিক নং: ২৮৯৩
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১২৪. সহোদর ভাই-বোনের মিরাস।
২৮৮১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুআয ইবনে জাবাল (রাযিঃ) তাঁর উত্তরাধিকার এক বোন ও এক মেয়েকে তাঁর সম্পত্তির অর্ধাংশ করে ভাগ করে দেন এবং এ সময় তিনি ইয়ামানে ছিলেন। আর নবী (ﷺ)-ও সে সময় জীবিত ছিলেন।
كتاب الفرائض
باب مَا جَاءَ فِي مِيرَاثِ الصُّلْبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنِي أَبُو حَسَّانَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، وَرَّثَ أُخْتًا وَابْنَةً فَجَعَلَ لِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا النِّصْفَ وَهُوَ بِالْيَمَنِ وَنَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ حَىٌّ .