কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১১. জবাইয়ের বিধান
হাদীস নং: ২৮১৭
আন্তর্জাতিক নং: ২৮২৬
৯৪. উত্তমরূপে যবেহ করা প্রসঙ্গে।
২৮১৭. হান্নাদ ইবনে সারী ও হাসান ইবনে ‘ঈসা (রাহঃ) ..... ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেনঃ রাসূলূল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তাঁরা বলেনঃ রাসূলুল্লাহ্(ﷺ) ‘শারীতাতে শয়তান’ হতে নিষেধ করেছেন।
রাবী ইবনে ঈসা (রাহঃ) তাঁর বর্ণিত হাদীসে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ‘শারীতাতে শয়তানের’ অর্থ হলোঃ কোন পশুকে যবেহের সময় কেবল তার উপরের চামড়া কেটে ছেড়ে দেওয়া এবং রগ কর্তন না করা। ফলে সে (অধিক কষ্ট পেয়ে) এ অবস্থায় মারা যায়।
রাবী ইবনে ঈসা (রাহঃ) তাঁর বর্ণিত হাদীসে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ‘শারীতাতে শয়তানের’ অর্থ হলোঃ কোন পশুকে যবেহের সময় কেবল তার উপরের চামড়া কেটে ছেড়ে দেওয়া এবং রগ কর্তন না করা। ফলে সে (অধিক কষ্ট পেয়ে) এ অবস্থায় মারা যায়।
باب فِي الْمُبَالَغَةِ فِي الذَّبْحِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَالْحَسَنُ بْنُ عِيسَى، مَوْلَى ابْنِ الْمُبَارَكِ عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - زَادَ ابْنُ عِيسَى - وَأَبِي هُرَيْرَةَ قَالاَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَرِيطَةِ الشَّيْطَانِ . زَادَ ابْنُ عِيسَى فِي حَدِيثِهِ وَهِيَ الَّتِي تُذْبَحُ فَيُقْطَعُ الْجِلْدُ وَلاَ تُفْرَى الأَوْدَاجُ ثُمَّ تُتْرَكُ حَتَّى تَمُوتَ .
