কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১০. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ২৭৯৭
আন্তর্জাতিক নং: ২৮০৬
৮৩. কুরবানীর অনুপযোগী পশু প্রসঙ্গে।
২৭৯৭. মুসাদ্দাদ (রাহঃ) .... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সা‘ঈদ ইবনে মুসাঈয়্যাব (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম যে, আ‘যাব কি? তিনি বলেনঃ যে পশুর কান বা শিং ইত্যাদি অর্ধেকের বেশী কাটা বা ভাঙা এরূপ পশু।
باب مَا يُكْرَهُ مِنَ الضَّحَايَا
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مَا الأَعْضَبُ قَالَ النِّصْفُ فَمَا فَوْقَهُ .


বর্ণনাকারী: